মুজিবনগরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ১৬:০০ | অনলাইন সংস্করণ
মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের মুজিবনগর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে এগারটার দিকে মুজিবনগর-দর্শনা সড়কের বল্লভপুর গুড়িতলার মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানিয়েছেন, বল্লভপুর এলাকায় অজ্ঞাত এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, অজ্ঞাত ওই নারী গত কয়েকদিন যাবত এলাকায় ঘোরাফেরা করছিল সে মানসিক প্রতিবন্ধী।
এই রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকৃত অজ্ঞাত নারীর মরদেহের পরিচয় পাওয়া যায়নি।