ঢাকা শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ফিলি'স্তিনে ইসরা'য়েলি হামলার প্রতিবাদে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল

ফিলি'স্তিনে ইসরা'য়েলি হামলার প্রতিবাদে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল

গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছে মুসল্লী-সহ তৌহিদী জনতা। তাদের সাথে সাধারণ মানুষদেরও বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে।

সোমবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে খেলাফত মজলিস শিমুলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আশুলিয়ার জিরানী বাজার বিকেএসপির সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে তারা একটি মিছিল বের করে।

মিছিলটি বিকেএসপির সামনে থেকে শুরু হয়ে নবীনগর-চন্দ্রা মহাসড়ক হয়ে চক্রবর্তী ঘুরে পুনরায় বিকেএসপির সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে প্রায় ৫/৬ শ’ মুসল্লি অংশগ্রহণ করেন।

এদিকে, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে ঢাকার আশুলিয়ার বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা দুপুর ১টার দিকে বাইপাইল মোড়ে বিক্ষোভ করেছে।

এছাড়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ সকল শ্রেণি পেশার মানুষ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ মিছিল করেন ।

ফিলিস্তিন,ইসরায়েল,হামলা,আশুলিয়া,বিক্ষোভ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত