ঢাকা রোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

শেরপুরে মার্চ ফর প্যালেস্টাইন ও বিক্ষোভ মিছিল

শেরপুরে মার্চ ফর প্যালেস্টাইন ও বিক্ষোভ মিছিল

‘মুক্তির রাজপথ ইসলামি খেলাফত’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা বর্বরোচিত হামলা ও ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে মার্চ ফর প্যালেস্টাইন অনুষ্ঠিত হয় শেরপুরে।

সোমবার (৭ এপ্রিল) ছাত্র জনতা এবং তওহীদী জনতার আয়োজনে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নেয়।

এ সময় ‌‘নারায়ে তাকবির আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত ছিল শেরপুর শহর। র‍্যালিটি জেলা প্রশাসক শেরপুরে অবস্থান নিয়ে বিভিন্ন জন বিভিন্ন ইসলামিক স্লোগান দেন।

এ সময় শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এ বিক্ষোভ মিছিলের পক্ষে আছে বলে মত প্রকাশ করেন এবং তিনি ফিলিস্তিনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

শেরপুর,মার্চ ফর প্যালেস্টাইন,বিক্ষোভ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত