ঢাকা রোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

পাবনায় গা'জাবাসীর সমর্থনে বিক্ষোভ মিছিল-সমাবেশ

পাবনায় গা'জাবাসীর সমর্থনে বিক্ষোভ মিছিল-সমাবেশ

ফিলিস্তিনের গাজাবাসীর উপর ইসরায়েলের নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদ ও গাজাবাসীর সমর্থনে পাবনায় বিশাল বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে পাবনা জেলা স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এসময় শহরের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল এসে শহীদ চত্বর জনসমুদ্রে পরিণত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, পাবনা জেলা স্কুলের সহকারী শিক্ষক আসাদুজ্জামান খান, সাংবাদিক এসএম আদনান উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক ইউসুফ আরফান বিপ্লব, যুগ্ম-সদস্য সচিব শাওন হোসেন, এডওর্য়াড কলেজ ছাত্রদল নেতা মাহফুজুর রহমান শ্রাবণ, ছাত্র জনতার আন্দোলনে চোখ হারানো সাজ্জাদ হোসেন অনিক, পাবনা স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এমএইচ অনিকসহ প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে ইসরায়েলি পণ্য বয়কট ও ফিলিস্তিন স্বাধীনের জন্য মুসলিম ঐক্যে এবং জিহাদের জন্য ডাক দেওয়া হয়। বিভিন্ন স্কুল ও কলেজের সহস্রাধিক শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পাবনা,গাজা,বিক্ষোভ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত