ঢাকা শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ফিলিস্তিনে মানবতা চরমভাবে লঙ্ঘিত: রা‌বিপ্রবি উপাচার্য

ফিলিস্তিনে মানবতা চরমভাবে লঙ্ঘিত: রা‌বিপ্রবি উপাচার্য

ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মো. আতিয়ার রহমান বলেছেন, “১৯৪৮ সাল থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনের ধারাবাহিকতা আজ ভয়াবহ রূপ ধারণ করেছে। ফিলিস্তিনে মানবতা চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। নারীদের আর্তনাদ, শিশুদের কান্না বিশ্ব বিবেককে নাড়া দেওয়ার মতো।”

সোমবার (৭ এপ্রিল) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ‘No Work, No School’ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন। কর্মসূচির মাধ্যমে গাজায় চলমান আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে বিশ্বব্যাপী আয়োজিত কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে রাবিপ্রবি।

পরে সকাল ১১টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্যকালে উপাচার্য বলেন, “ফিলিস্তিনে গণহত্যা, শিশু ও নারীদের ওপর নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে। একের পর এক চুক্তির নামে যেসব কূটনৈতিক প্রহসন চলছে, সেগুলো যেন কার্যকরভাবে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখে।”

তিনি আরও বলেন, “ইউরোপ, আমেরিকা, ওআইসি এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো এখনো কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি। মানবতা প্রতিনিয়ত অবমানিত হচ্ছে। তাই যারা এখনো মানবতাকে বাঁচিয়ে রাখতে চান, তাদের প্রতি আমাদের আহ্বান- ফিলিস্তিনে অবিলম্বে গণহত্যা বন্ধ হোক এবং শান্তি প্রতিষ্ঠায় সক্রিয় উদ্যোগ নেওয়া হোক।”

সমাবেশে অংশ নেওয়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন, “মানবতার পক্ষে এই অবস্থান আমাদের নৈতিক দায়িত্ব।”

ফিলিস্তিন,মানবতা,রা‌বিপ্রবি,উপাচার্য
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত