ঢাকা শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

বিচার বিভাগ সংস্কার ছাড়া স্থায়ী উন্নয়ন সম্ভব নয়— ড. সৈয়দ রেফাত আহমেদ

বিচার বিভাগ সংস্কার ছাড়া স্থায়ী উন্নয়ন সম্ভব নয়— ড. সৈয়দ রেফাত আহমেদ

বিচার বিভাগে সুদূরপ্রসারী সংস্কার ছাড়া কোনো ক্ষেত্রেই স্থায়ী উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, “আজ বিচার বিভাগের সংস্কারের কথা যেন নিজেই সংস্কারের প্রতিশব্দ হয়ে উঠেছে।”

সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় দিনাজপুরের হাকিমপুর মহিলা কলেজের আয়োজনে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে “সৈয়দ জাফর আহমেদ ও তাবসেরুন্নেসা মেমোরিয়াল স্কলারশিপ ফান্ড”-এর আওতায় শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি আরও বলেন, “আমি দায়িত্ব নেয়ার পর বিচার বিভাগের অবকাঠামোগত ও সাংবিধানিক সংস্কারের একটি প্রস্তাবনা জাতির সামনে তুলে ধরেছি। এর অনেক অংশ বাস্তবায়ন হয়েছে, তবে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে, যার অনেকটাই দুর্গম।”

তিনি জানান, বিচার বিভাগে সংস্কারের বার্তা পৌঁছে দিতে দেশের বিভিন্ন বিভাগ সফর করছেন এবং বিচারকদের সঙ্গে মতবিনিময় করছেন।

অনুষ্ঠানে নিজের জন্মস্থান হিলি নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেন প্রধান বিচারপতি। তিনি কলেজে পৌঁছালে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং কলেজ কর্তৃপক্ষ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে পুলিশ তাকে গার্ড অব অনার প্রদান করে।

এরপর কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে কলেজের হলরুমে ১০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া, দিনাজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আলমগীর কবির, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হোসাইনসহ অন্যান্য কর্মকর্তারা।

ড. সৈয়দ রেফাত আহমেদ,সংস্কার,বিচার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত