দেবহাটায় ছাত্র জনতার আয়োজনে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা ও নৃশংস হামলার প্রতিবাদে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে পারুলিয়া ও সখিপুর বাজার প্রদক্ষিণ করে।
পরে এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের নেতা আলহাজ্ব ক্বারী ফজলুল হক আমিনী, সখিপুর বাজার জামে মসজিদের ইমাম কামরুজ্জামান সাঈদী, দেবহাটা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান ফরহাদ, ঢাকা উত্তর ছাত্রদলের নেতা আনোয়ার সজল, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রোকনুজ্জামান রোকন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা উপজেলা শাখার আহ্বায়ক মুজাহিদ বিন ফিরোজ ও সদস্য সচিব আব্দুল্লাহ, সখিপুর কেবিএ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন, কেবিএ সরকারি কলেজ ছাত্রদলের আমানু্ল্লাহ আমান, রাজু হোসেন রানা, আরাফাত হোসেন, ওমর ফারুক, রাকিবুল হোসেন রাকিব, ইব্রাহিম হোসেন সোহাগ, শরিফুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর যে নৃশংস ও বর্বর হামলা ও নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিশ্ববাসীকে এর বিরুদ্ধে একাত্ম হওয়ার আহ্বান জানান। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা।