ঢাকা শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ১ মণ গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জে ১ মণ গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় অভিযান চালিয়ে ১ মণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

গ্রেপ্তারকৃতরা হলেন—মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার উত্তর ঝাউলাছড়া গ্রামের মৃত কানা মিয়ার ছেলে আবুল কালাম (২৮) এবং একই এলাকার জয়নাল মিয়ার ছেলে মমিন মিয়া (৩০)।

র‌্যাব-১২-এর অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৬ এপ্রিল) মধ্যরাতে ধোপাকান্দি এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে ১ মণ গাঁজা, ২টি মোবাইল ফোন উদ্ধার এবং একটি মাদক পরিবহন কাজে ব্যবহৃত যানবাহন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় র‌্যাব। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

গাজা,মাদক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত