ঢাকা শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে কলা চাষে বাম্পার ফলনের আশা, কৃষকের মুখে হাসি

সিরাজগঞ্জে কলা চাষে বাম্পার ফলনের আশা, কৃষকের মুখে হাসি

সিরাজগঞ্জে এবার কলা চাষে বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। বাজারে কলার ভালো দাম থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে। খরচ কম, লাভ বেশি হওয়ায়—এই চাষে ঝুঁকে পড়ছেন জেলার অনেক কৃষক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে চলতি মৌসুমে ২৮৭ হেক্টর জমিতে কলা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে কৃষকের আগ্রহে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে চাষ হয়েছে। উল্লাপাড়া, তাড়াশ, রায়গঞ্জ, সদরসহ যমুনা নদী সংলগ্ন চরাঞ্চলে কলা চাষ বেশি হয়ে থাকে। বাড়ির আঙিনা, পুকুরপাড়, ভিটেমাটি এমনকি রাস্তার ধারে পর্যন্ত দেখা যাচ্ছে কলার সারি।

চাষীরা বগুড়া ও অন্যান্য স্থান থেকে কলার চারা সংগ্রহ করে বছরের বিভিন্ন সময় চাষ করেন। এ অঞ্চলে সরপি, সাগর, আনাজি, চিনি চাম্পা, রঙিন, ভিম এটে জাতের কলা বেশি দেখা যায়। হাট-বাজারে এসব কলার প্রতি হালি বিক্রি হচ্ছে গড়ে ৩০-৪০ টাকায়।

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি গ্রামের আদর্শ কৃষক আব্দুর রাজ্জাক জানান, যমুনা তীরবর্তী এলাকায় ২৫ শতক জমিতে তিনি কলা চাষ করেছেন এবং বাগানের ফাঁকে ফাঁকে অন্য ফসলও চাষ করছেন। তার আশা, কম খরচে এবারো তিনি ভালো লাভ পাবেন।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আব্দুল জব্বার মোহাম্মদ আহসান শহীদ সরকার বলেন, “কলা একটি লাভজনক ফসল। এ চাষে কৃষকের আগ্রহ বাড়ছে এবং কৃষি বিভাগ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে। এ বছর কলা চাষে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।”

বাম্পার,ফলন,কৃষক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত