গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠক ওমর আলী বাবু ও গোলাম কবীর বক্তব্য দেন।
বক্তারা বলেন, "গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন এবং শিশু-নারীসহ হাজারো নিরীহ মানুষের হত্যাকাণ্ড একটি নির্মম গণহত্যা। হাসপাতাল, স্কুলসহ অসংখ্য বেসামরিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের জঘন্য উদাহরণ।"
তারা আরও বলেন, "বিশ্বের বিবেকবান মানুষ আজ এই বর্বরতার বিরুদ্ধে সোচ্চার। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে এ গণহত্যা প্রতিরোধে রুখে দাঁড়াতে হবে।"
বক্তারা ইসরায়েলের সকল পণ্য বর্জনের আহ্বান জানিয়ে অবিলম্বে গাজায় আগ্রাসন ও গণহত্যা বন্ধের দাবি জানান।