ঢাকা শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ফিলিস্তিন ইস্যুতে রাঙামাটিতে মুসলমানদের ঐক্যবদ্ধ অবস্থান

ফিলিস্তিন ইস্যুতে রাঙামাটিতে মুসলমানদের ঐক্যবদ্ধ অবস্থান

ইনশাআল্লাহ ফিলিস্তিন আমাদের—এই শ্লোগানে মুখরিত হয়ে উঠেছে রাঙামাটি শহর। গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে ও ফিলিস্তিন রক্ষার দাবিতে রাঙামাটিতে কওমি, আলীয়া, জামায়াত, আহলে সুন্নাত, চরমোনাই মতাদর্শী আলেমসহ দল-মত নির্বিশেষে সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে বৃহৎ প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।

সোমবার (৭ এপ্রিল) শহরের রিজার্ভ বাজার, তবলছড়ি ও বনরুপা বাজার থেকে পৃথক পৃথক মিছিল বের হয়ে পুরাতন বাসস্টেশন দোয়েল চত্বরে একত্রিত হয়। সেখানে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ থেকে বক্তারা বলেন, “ফিলিস্তিনে ইসরায়েলি দখলদার বাহিনীর নৃশংসতা ও গণহত্যা মানবতার ইতিহাসে এক কলঙ্ক। মুসলিম উম্মাহর প্রতি এখন সময়ের দাবি—ঐক্যবদ্ধ হয়ে এই জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।”

তারা আরও বলেন, “বাংলাদেশের মাটিতে আমরা ফিলিস্তিনের পক্ষে এবং দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই—ইসরায়েলের সঙ্গে যেকোনো ধরনের সম্পর্কের সম্ভাবনাকে সম্পূর্ণভাবে নাকচ করে ফিলিস্তিনের প্রতি দৃঢ় অবস্থান প্রকাশ করুন।”

ফিলিস্তিন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত