ঢাকা শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

গাজায় গণহত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মার্চ ফর প্যালেস্টাইন

গাজায় গণহত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মার্চ ফর প্যালেস্টাইন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্লোগানে-স্লোগানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

বিশ্বব্যাপী ডাকা এই কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে সোমবার (৭ এপ্রিল) এই কর্মসূচি পালন করেন তারা। এছাড়া জেলার বিভিন্ন জায়গাতে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যানারে একই বিষয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের শান্তিমোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় বিক্ষোভকারীদের হাতে ছিল ‘শো ইসরায়েল দ্য রেড কার্ড’ লেখা প্ল্যাকার্ড। ইসরাইলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের উপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি উঠে আসে তাদের স্লোগানে- স্লোগানে। পরে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্বরোড মোড়ে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।

পথসভায় বৈষম্যবিরোধী ছাত্রের প্রতিনিধি, মসজিদের ইমামরা অভিযোগ করে বলেছেন, গাজায় ইসরায়েলের নৃশংসতা অব্যাহত থাকলেও জাতিসংঘ নীরব। তারা সকল মুসলিম দেশগুলোকে গাজার পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় ইসরাইলি পণ্য বয়কটে গণসংযোগ চালানোর ঘোষণা দেয়া হয়।

এছাড়া, বিকেল ৫ টার দিকে শহরের পৌরপার্ক থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত ইসলামী। শত-শত নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সদড় প্রদক্ষিণ করে।

মার্চ,ফর,প্যালেস্টাইন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত