শেরপুরে বিএনপি নেতা গোলাম জাকারিয়া বাদল হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকালে বাদলের নিজ এলাকা ভিমগঞ্জ বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শেরপুর জেলা প্রশাসন কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধনে নিহত বাদলের স্ত্রী পপি আক্তার বলেন, "আমার স্বামীর দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান আগে ভাঙচুর করে বড় ধরনের আর্থিক ক্ষতি করে তারা। সেই ঘটনায় মামলা করার পর ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়।" তিনি আরও অভিযোগ করে বলেন, “আমার স্বামীকে হত্যার পেছনে নূরে আলমের মাস্টার প্ল্যান ছিল। আমি এই হত্যাকাণ্ডে জড়িত সকল আসামির দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) রাতে বাদলের স্ত্রী পপি বেগম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় কৃষক লীগ নেতাসহ ২৩ জনের নাম উল্লেখ করা হয়। এদের মধ্যে এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে, বাকিরা পলাতক রয়েছেন।
মানববন্ধনে শেরপুর জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে নিহত বাদলের পরিবার জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করে।