ঢাকা শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ঈশ্বরদী

গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ঈশ্বরদী

গাজায় গণহত্যার প্রতিবাদে উত্তাল ঈশ্বরদী, ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে এবং হরতাল সমর্থনে জনতা ও শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে পাবনার ঈশ্বরদীর সড়ক মহাসড়ক।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলী বাহিনীর ছোঁড়া বোমায় উড়ছে ছিন্নভিন্ন মরদেহ। এমন চিত্রের মুখর প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) দুপুর দুইটার দিকে যোহরের নামাজ পরে ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটির পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রেলগেট চত্বরে প্রতিবাদী সমাবেশের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে। এসময় ইসরায়েলের সকল পণ্য বর্জনের ডাক ও বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের গণহত্যার প্রতিবাদে হরতাল সমর্থনের আহ্বান জানানো হয়েছে।

পরে রেলগেট চত্বরে এ গণহত্যার প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ওয়ালিউল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, ঈশ্বরদী পৌর জামায়াতের আমির মাওলানা গোলাম আজম খাঁন, পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন ইয়াহিয়া, সাবেক ভিপি রেজাউল করিম শাহিন সহ অন্যান্যরা।

বক্তব্যে তারা বলেন, গাজায় দীর্ঘ ১৮ মাস ধরে হামলা ও হত্যাকাণ্ড অব্যাহত রেখেছে বর্বর ইসরায়েলি বাহিনী। অসংখ্য মুসলিম হত্যা করেছে। শিশু, চিকিৎসাকর্মী ও সাংবাদিক- কোনো কিছুই বাদ দিচ্ছে না। গাজাকে একটি ধ্বংস নগরীতে রূপান্তরিত করা হয়েছে। আমরা মুসলমান জাতি ঐক্যবদ্ধ হয়ে এ গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে লড়াই করবো ইনশাআল্লাহ। আজ থেকে ইসরায়েলের সকল পণ্য বয়কট করার ঘোষণা দিচ্ছি। মুসলমানদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলা আর সহ্য করা হবেনা।

প্রতিবাদে,গাজা,গণহত্যা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত