ঢাকা শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ছুটিতেও চালু ছিল মাদারীপুরের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো

ছুটিতেও চালু ছিল মাদারীপুরের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো

ঈদের ছুটিতে সারাদেশের সকল সরকারি প্রতিষ্ঠানগুলো যখন বন্ধ, ছুটি পেয়ে মানুষ যখন নিজ বাড়িতে দীর্ঘদিনের ছুটি পেয়ে আনন্দ উপভোগ করছে, ঠিক তখন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো সাধারণ জনগনের প্রাতিষ্ঠানিক ডেলিভারি সেবা নিশ্চিত করতে সেবা কেন্দ্রে সার্বক্ষণিক অবস্থান করে প্রাতিষ্ঠানিক ডেলিভারি সেবাসহ অন্যান্য জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছে মাদারীপুর জেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকাগণ। ঈদের ছুটিতেও সেবা পেয়ে খুশি সেবাপ্রত্যাশীরা।

জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিত করনে দিন রাত সেবা দিয়েছে মাদারীপুর জেলার কালকিনি ,ডাসার ও সদর উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো।

জানা যায়, ঈদের ছুটিতেও শিকারমঙ্গল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ৩টি, বাঁশগাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২টি, ডাসার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২টি, সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ৩ টি, জেলা মাতৃমঙ্গল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ১৭টি, পেয়ারপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ১টি ডেলিভারি হয়।

কালকিনি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান জানান, আমাদের সেবা কেন্দ্র গুলোতে পরিবার কল্যাণ পরিদর্শিকাগন এই ঈদের ছুটিতে ও সার্বক্ষণিক সেবা নিশ্চিত করেছে। প্রাতিষ্ঠানিক ডেলিভারি সেবায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো এখন মানুষের আস্থাযোগ্য অন্যতম সেবা প্রতিষ্ঠান এবং পাশাপাশি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ও জরুরি সেবা কার্যক্রম চালু ছিলো।

তিনি জানান, স্থানীয় জনগণ বিনামূল্যে প্রাতিষ্ঠানিক ডেলিভারি সেবা পেয়ে অনেক খুশি। এতে করে মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যু হ্রাস পেয়েছে। পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসেবায় স্থানীয় পর্যায়ে এই প্রতিষ্ঠানগুলো বিশেষভাবে কাজ করে যাচ্ছে। তবে বেশ কিছু ইউনিয়নে পরিবার কল্যাণ পরিদর্শিকা শূন্য পদে দ্রুত জনবল নিয়োগ দিলে সাধারণ জনগণ আরোও উপকৃত হবে এবং প্রান্তিক জনগণের দৌড়গোড়ায় সেবা নিশ্চিত হবে।

তিনি আরোও জানান, পাশাপাশি পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে বিনামূল্যে ডেলিভারি কীট সরবরাহ করা জরুরি। প্রাতিষ্ঠানিক ডেলিভারি সেবার পাশাপাশি প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে পরিবার পরিকল্পনা বিভাগ।

চালু,স্বাস্থ্য ও পরিবার,খুশি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত