ঢাকা শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

কিশোরগঞ্জে ঝুলন্ত অবস্থায় পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ঝুলন্ত অবস্থায় পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

কিশোরগঞ্জে ঝুলন্ত অবস্থায় এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত ১২ টার দিকে শহরের নিউটাউন এলাকায় একটি ভাড়া বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত আমিনুল ইসলাম (৩০) নেত্রকোণা জেলার মদন উপজেলার গঙ্গানগর গ্রামের আবদুল হামিদের ছেলে। তিনি কিশোরগঞ্জে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কিশোরগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করে স্বজনদের বরাত দিয়ে বলেন, "গতকাল (সোমবার) দুপুরে সর্বশেষ মা ও স্ত্রীর সাথে কথা বলেন আমিনুল। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা কিশোরগঞ্জের পুলিশকে জানালে বাসার গিয়ে দরজা বন্ধ পাওয়া যায়। ডাকাডাকি করেও তার সাড়া না পেয়ে পুলিশ দরজা ভেঙে ভিতর প্রবেশ করে ফ্যানের সাথে আমিনুলের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। মৃত আমিনুল ইসলাম ঈদের ছুটিতে স্ত্রী ও তার চার বছর বয়সী মেয়েকে নিয়ে বাড়িতে গিয়েছিলেন। সাতদিন থেকে স্ত্রী ও মেয়েকে বাড়িতে রেখে শনিবার কর্মস্থলে ফিরে নিয়মিত অফিসে কাজ করছিলেন আমিনুল।"

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, "মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

কিশোরগঞ্জ,পুলিশ,মরদেহ উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত