‘জ্ঞানই শক্তি কৃষিই সমৃদ্ধি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট এর সকল শিক্ষার্থীরা আট দফা দাবি নিয়ে কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের আয়োজনে ক্লাস পরীক্ষা বর্জন ও অবস্থান কর্মসূচির পদক্ষেপ নেয় শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর সকল শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৮ এপ্রিল) শেরপুর কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট এর শিক্ষার্থীরা আট দফা দাবি নিয়ে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নেয়।
তাদের দাবি গুলো হলো-
১. ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে।
২. উপ সহকারী কৃষি কর্মকর্তা কে দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসাবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতি বছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
৩. কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ করতে হবে।
৪.কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডি এ ই এর অধীন থেকে বেড় করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ে আলাদা প্রতিষ্ঠান করতে হবে।
৫. সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সরকারি বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধু ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে।
৬. ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম ১০ম গ্রেডের পে স্কেল বেতন দিতে হবে।
৭.কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদেরকে মাঠ প্রযুক্তি ভাতা প্রদান করতে হবে। ৮.উপ সহকারী কৃষি কর্মকর্তাদের চাকুরিতে প্রবেশের পর ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে।