ফিলিস্তিনের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে জয়পুরহাট শহরের বিভিন্ন দোকানে লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার রাতে শহরের রেল স্টেশন এলাকার বিভিন্ন দোকানে ঘুরে ইসরায়েলি পণ্য যেন বিক্রি না করে সেজন্য দোকানদারদের উদ্বুদ্ধ করা হয়। সেই সাথে জনসাধারণকে ও ইসরায়েলি পণ্য বয়কটের জন্য বলা হয়।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার অয়ন এর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল কর্মী ফয়সাল, সোহাগ, রাব্বি প্রমুখ।
এসময় ইসরায়েলের সকল পণ্য বয়কটসহ আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান তারা।