ঢাকা রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

কিশোরগঞ্জে ২১১ কেজি গাঁজাসহ দুইজন আটক

কিশোরগঞ্জে ২১১ কেজি গাঁজাসহ দুইজন আটক

কিশোরগঞ্জের ভৈরবে ২১১ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র‍্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার বেলা পৌনে এগারোটার দিকে ভৈরব পৌরসভার নিউটাউন সিঁড়ির মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও আটককৃতদের সাথে থাকা দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়ীয়ার বিজয়নগর উপজেলার মিরাশানি মধ্যপাড়া গ্রামের মৃত আঃ মন্নাফ ভূইয়ার ছেলে মো. বশির মিয়া (৩৩) এবং একই জেলার সরাইল উপজেলার উচালিয়াপাড়া মধ্যপাড়া গ্রামের মো. সফি মিয়ার ছেলে মো. শাহিন (৩০)।

আজ দুপুরে র‍্যাব-১৪ সিপিসি-২ এর সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব পৌরসভার নিউটাউন সিঁড়ির মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজা ও মাইক্রোবাসসহ দুইজনকে আটক করে র‍্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

উদ্ধারকৃত এসব গাঁজার আনুমানিক বাজার মূল্য বিয়াল্লিশ লক্ষ বিশ হাজার টাকা বলে জানায় র‍্যাব।

পরে, র‍্যাব আলামতসহ মো. বশির মিয়া ও মো. শাহিনকে ভৈরব থানায় হস্তান্তর করলে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আজ দুপুরে আদালতে সোপর্দ করে পুলিশ। আদালত তাদের দুজনকেই জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

কিশোরগঞ্জ,গাঁজা,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত