ঢাকা বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সাংবাদিক দম্পতি নির্যাতনের ঘটনায় পুলিশ কর্মকর্তা বদলি

সাংবাদিক দম্পতি নির্যাতনের ঘটনায় পুলিশ কর্মকর্তা বদলি

সিরাজগঞ্জের তাড়াশে সাংবাদিক দম্পতি নির্যাতনের ঘটনায় পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) নাজমুল কাদেরকে সিরাজগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার তাড়াশ থানার পুলিশ ইন্সপেক্টর তদন্তকে বদলি করা হয়েছে এবং তাকে সিরাজগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই দিন তাড়াশ থানার ওসি হিসেবে জিয়াউর রহমান যোগদান করছেন।

এরআগে তিনি চৌহালী থানার দায়িত্বে ছিলেন। দৈনিক ইত্তেফাক পত্রিকার তাড়াশ সংবাদদাতা গোলাম মোস্তফা অতি সম্প্রতি অবৈধ পুকুর খননকারীদের কাছ থেকে ঘুষের ঘটনায় তিনিসহ ২ জন পুলিশ কর্মকর্তাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়। এ সংবাদ প্রকাশের জের ধরে ঈদের আগের দিন রাতে ওই সাংবাদিক ও তার স্ত্রী পুলিশি নির্যাতনের শিকার হন।

এ ঘটনার প্রতিবাদে শনিবার অভিযুক্ত ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জেলা শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী সাংবাদিক দম্পতি। এ সংবাদ সম্মেলনে তারা ঘটনার তদন্ত সাপেক্ষে ওই পুলিশ কর্মকর্তাদের বিচার দাবি করেন।

এ বিষয়ে অফিসার্স ইনচার্জ (ডিএসবি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন এবং বিষয়টি তদন্ত চলছে বলে উল্লেখ করেন তিনি।

পুলিশ,দম্পতি,নির্যাতন,বদলি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত