ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ফিলিস্তিনের গাজায় মুসলিমদের ওপর ইসরাইলি নৃশংস বর্বরোচিত গণহত্যা ও আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) বাদ যোহর ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমেদ, সদস্য সচিব, হারুনর রশীদ হারুন, পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আজরুজ নউশাদ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক সালমান আহমেদ সাদেক, সদস্য সচিব শাহ সৌরভ, তারুন্দিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান বিপুল, পৌর ছাত্রদলের ৪ নং ওয়ার্ড সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, সরকারি কলেজ ছাত্রদল নেতা আমির হামজা প্রমুখ।
বক্তারা বলেন, ফিলিস্তিনের হামলায় নারী, শিশু, বৃদ্ধসহ অসংখ্য মানুষকে যেভাবে হত্যা করা হচ্ছে, তা ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ। সকলকে ইসরায়েল এর পণ্য বয়কটের অনুরোধসহ সকলকে ভৌগোলিক সীমারেখা, রাজনৈতিক মতাদর্শের ভেদাভেদ ভুলে ঐক্য গড়ে ইহুদিদের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।