পিরোজপুরের কাউখালীতে উপজেলা ছাত্রদল ও সরকারি কাউখালী কলেজ শাখার উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস হত্যাকাণ্ড বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা এগারোটায় কাউখালীতে বিভিন্ন সংগঠনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বর ও উত্তর বাজার ব্রিজের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ মিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপি'র সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার মামুন, সদস্য সচিব শারিফুল আজম সোহেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন, সদস্য সচিব শোয়াইব সিদ্দিকী প্রমুখ।
এছাড়াও গতকাল মারকাজুল মসজিদ, জামায়াত ইসলামী-সহ বিএনপির নেতৃত্বে সর্বদলীয় প্রতিবাদ, বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে সকল জুলুম নির্যাতন গুম হত্যা বন্ধ করতে দাবি জানান।
বক্তারা এ সময় অবিলম্বে সকল বর্বর হামলা নির্যাতন বন্ধ করার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান।