সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার লুট হওয়া সরস্বতী নদী থেকে প্লাস্টিকের ব্যাগে পরিত্যক্ত অবস্থায় ১২টি টিয়ারশেল উদ্ধার করেছে পুলিশ।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আবদুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সিরাজগঞ্জের সলংগা থানার ধোপাকান্দী গ্রামের লোকজন মঙ্গলবার সকালে ওই নদীতে মাছ ধরতে যায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের ব্যাগে মোড়ানো ১২টি টিয়ারসেল দেখতে পায় তারা। দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল গুলো উদ্ধার করা হয়।
এ উদ্ধারের সময় সলঙ্গা থানার ওসি মোখলেছুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন এবং তিনি উদ্ধার করা টিয়ারশেল জব্দ করেন।
গত ৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় হাটিকুমরুল হাইওয়ে থানায় অগ্নিসংযোগ, অস্ত্র ও গুলি লুটের ঘটনায় টিয়ারশেলও ছিল। উদ্ধার হওয়া এসব টিয়ারশেল ওই থানার হতে পারে। ধারণা করা হচ্ছে এ ঘটনায় জড়িতরা উল্লিখিত নদীতে টিয়ারশেলগুলো ফেলে রেখেছিল।
এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতোমধ্যেই অবগত করা হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করেন ওসি।