ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

যমুনায় নিখোঁজের ২ দিন পর যুবকের লাশ উদ্ধার

যমুনায় নিখোঁজের ২ দিন পর যুবকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে নিখোঁজের ২ দিন পর যুবক মিরাজুল ইসলামের (২২) লাশ উদ্ধার করা হয়েছে। সে ওই উপজেলার উত্তর হাটাইল গ্রামের সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেনের ছেলে। চৌহালী থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত যুবক রোববার বিকেলে পরিবারের সদস্যদের সাথে যমুনা নদীর চরছলিমাবাদ ঘাট এলাকায় গোসল করতে যায়। এ সময় সবার অগোচরে নদীর স্রোতে সে নিখোঁজ হয়। বহু খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।

সোমবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল যমুনার বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। মঙ্গলবার সকালে একই এলাকার নিশ্চিন্তপুর এলাকায় তার লাশ ভাসতে দেখে জেলেরা।

পরিবারের সদস্যরা তার ভাসমান লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। কোন অভিযোগ না থাকায় তার লাশ দাফনের নির্দেশ দেয়া হয়েছে বলে উল্লেখ করেন ওসি।

লাশ,উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত