ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

মেয়ে ও জামাইয়ের প্রতারণায় নিঃস্ব প্রবাসী, সম্পত্তি ফিরে পেতে সংবাদ সম্মেলন

মেয়ে ও জামাইয়ের প্রতারণায় নিঃস্ব প্রবাসী, সম্পত্তি ফিরে পেতে সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জের গজারিয়ায় নিজ মেয়ে ও মেয়ের জামাইয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক প্রবাসী।

তার দাবি, দীর্ঘদিন সৌদি আরবে থেকে উপার্জিত অর্থে অর্জিত বাড়িসহ প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকার সম্পত্তি কৌশলে হাতিয়ে নিয়েছে তারই মেয়ে এবং মেয়ের জামাই। এ ঘটনায় তিনি সম্পত্তি ফিরে পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের শান্তিনগর গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন সৌদি ফেরত প্রবাসী গিয়াস উদ্দিন।

তিনি জানান, তার সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ে মৌরিন আফরিন রানী ও তার স্বামী মাহবুব আলম মনির বিভিন্ন সময়ে নানা অজুহাতে তার কাছ থেকে বিপুল অঙ্কের টাকা নেন।

গিয়াস উদ্দিন বলেন, "জমি কেনার কথা বলে ৩২ লাখ, সেই জমিতে বাড়ি নির্মাণের জন্য ৭০ লাখ এবং সময়-সময় বিদেশ থেকে পাঠানো আরও ৭৩ লাখ টাকাসহ মোট ১ কোটি ৭৫ লাখ টাকা তারা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছে। এখন আমরা নিঃস্ব।"

তিনি আরও অভিযোগ করেন, "সম্পত্তি হাতিয়ে নেওয়ার পর এখন আমাদের এলাকা ছাড়তে সন্ত্রাসীদের দিয়ে হুমকি দিচ্ছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও থানায় জানিয়েও কোনো প্রতিকার পাইনি। বাধ্য হয়ে আদালতে মামলা করি। সেই মামলায় আমার মেয়ে ও জামাই দুই মাস জেলে ছিল, পরে জামিনে বের হয়ে আবারও হুমকি দিতে শুরু করেছে। আমরা সরকারের কাছে আবেদন করছি—আমাদের সম্পত্তি যেন ফিরিয়ে দেওয়া হয়।"

অভিযুক্ত জামাতা মাহবুব আলম মনির এ প্রসঙ্গে বলেন, “আমার শশুর-শাশুড়ি আমাদের বিরুদ্ধে ঢালাওভাবে যেভাবে অভিযোগ করছে তা সঠিক নয়।”

প্রতারণা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত