ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

মানিকগঞ্জ জেলা আ.লীগের সভাপতি কারাগারে

মানিকগঞ্জ জেলা আ.লীগের সভাপতি কারাগারে

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম মহীউদ্দীনকে কারাগারে পাঠিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা।

মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টায় মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে ৪টি মামলায় জামিন আবেদন করেন মহিউদ্দিন। বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ চারটি মামলায় তিনি এতদিন উচ্চ আদালতের জামিনে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. আবুল খায়ের মিয়া। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার শঙ্কায় তাকে গারদে না রেখে দ্রুত কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন খান বলেন, অন্যান্য আসামির চেয়ে তাকে ভিআইপির মর্যাদা দেওয়া হয়েছে। স্বৈরাচারী সরকারের শাসনামলে আমাদেরকে ভুয়া নাশকতার মামলায় গ্রেফতার করে দীর্ঘক্ষণ গারদে রাখা হতো। অথচ তাকে গারদখানা দেখানো হয়নি। গোলাম মহিউদ্দিনের কাছ থেকে অর্থনৈতিক সুবিধা নিয়ে পুলিশ সদস্যরা এ কাজ করেছেন বলে তিনি অভিযোগ করেন। এ বিষয়টি তদন্ত করতে পুলিশ সুপারকে আহ্বান জানান তিনি।

কারাগার,সভাপতি,আ.লীগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত