ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

গাজায় গণহত্যার প্রতিবাদে রংপুরে ছাত্রদলের বিক্ষোভ

গাজায় গণহত্যার প্রতিবাদে রংপুরে ছাত্রদলের বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন, নারী-শিশুসহ অসংখ্য নিরীহ মানুষের হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রংপুর জেলা ও মহানগর ছাত্রদল।

গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জাহাজ কোম্পানী মোড়, সিটি বাজার হয়ে টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহা। বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি নাজমুল ইসলাম নাজু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজন, সদস্য সচিব রবিউল ইসলাম রবি এবং জেলা ছাত্রদলের সদস্য সচিব আফতাবুজ্জামান সুজন প্রমুখ।

নেতারা তাদের বক্তব্যে গাজায় চলমান গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়ে বলেন, “ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তা মানবতার বিরুদ্ধে অপরাধ।” তারা বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান—ইসরায়েলের হামলা বন্ধে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে।

বেলা ১১টা থেকেই রংপুর প্রেসক্লাব চত্বরে জড়ো হতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা। “গাজায় হামলা নয়, শান্তি চাই”, “মুক্ত ফিলিস্তিন চাই”—এমন নানা স্লোগান ও ব্যানার হাতে নিয়ে তারা জমায়েতে অংশ নেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রংপুরের বিভিন্ন স্কুল-কলেজ থেকে আসতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এছাড়াও গাজায় বর্বর হামলার প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল, মাহিগঞ্জ কলেজ ছাত্রদল, সরকারি কলেজ ছাত্রদল নিজ নিজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

সোমবার দিনব্যাপী রংপুর শহরের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল, মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও দোয়া-মোনাজাত।

ছাদ্রদল,গাজা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত