ইসরায়েলি নৃশংস গণহত্যার প্রতিবাদে চাঁদপুরে আইনজীবীদের বিক্ষোভ
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ২০:২৯ | অনলাইন সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি

গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আইনজীবীরা।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলার আয়োজনে আদালতের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে চাঁদপুর-কুমিল্ল আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিল পূর্বে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ল’ইয়ার্স কাউন্সিল জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. শেখ আবুল খায়ের সালেহ এবং সঞ্চালনায় ছিলেন কোষাধ্যক্ষ অ্যাড. মামুন হোসেন মিয়াজী।
ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সেলিম আকবর, জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি অ্যাড. বাবর বেপারী, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাড.নাজিমুল্লা বাপ্পি, অ্যাড. দেলোয়ার হোসেন প্রধানিয়া ও ল’ইয়ার্স কাউন্সিল জেলা শাখার যুগ্ম সম্পাদক অ্যাড. আবদুল কাদের খান।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মেহেদী হাসান, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাড. নুরুল আমিন খান আকাশ, অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরামসহ আইনজীবী সমিতির অন্যন্যা সিনিয়র সদস্যরা এতে অংশগ্রহণ করেন।