দালালের প্রতারণায় সর্বস্বান্ত, টাকা চাইতে গেলে হত্যা চেষ্টা

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ২১:১৪ | অনলাইন সংস্করণ

  সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জীবনের সঞ্চিত সমস্ত অর্থ দিয়ে স্বপ্ন দেখেছিলেন ছেলেকে বিদেশ পাঠিয়ে ভালো কিছু করার। কিন্তু সেই স্বপ্ন আজ দুঃস্বপ্নে রূপ নিয়েছে। স্থানীয় কথিত দালালের প্রতারণায় সর্বস্বান্ত হয়েছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার গড়বাড়ি গ্রামের সুরুজ্জামানের ছেলে মাসুম মিয়া (৩২)। আর প্রতারণার টাকা ফেরত চাইতে গিয়ে জীবন নিয়ে ফিরে আসতে হয়েছে সুরুজ্জামানকে—কারণ তার ওপর চালানো হয়েছে হামলা। জোর করে খাওয়ানো হয়েছে বিষ।

পরিবার সূত্রে জানা যায়, ৭ মাস আগে সার্বিয়াতে চাকরির আশ্বাস দিয়ে সুরুজ্জামানের কাছ থেকে ৯ লাখ টাকা নেয় দালাল চক্রের সদস্য শওকত দেওয়ান ও লিটন। শওকত ওই ইউনিয়নের ভাতগড়া গ্রামের মেছের আলীর ছেলে। চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে ভিসা বা কাজের কোনো ব্যবস্থা না করায় মাসুমের বাবা টাকা ফেরত চাইতে গেলে নানা টালবাহানা করে দালাল চক্র। গত সোমবার বিকেলে সুরুজ্জামান টাকা ফেরত চাইতে গেলে তাকে মারধর করে জোর করে বিষপান করায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সুরুজ্জামানকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


ভুক্তভোগী মাসুম মিয়া বলেন, টাকা চাইতে গেলে ওরা আমার বয়স্ক বাবাকে বেধড়ক মারধর করে এবং হত্যা করার জন্য জোর করে বিষপান করিয়েছে। আমরা ওই  দালাল চক্রের সঠিক বিচার

 দাবি করছি। যাতে আর কেউ এমন প্রতারণার শিকার না হয়।

অভিযুক্ত শওকত দেওয়ান বলেন, মাসুমকে একটি ভিসা দেওয়া হয়েছিল। কিন্তু সেটি জাল। সমাধানের জন্য এজেন্সির সাথে আমরা যোগাযোগ করছি।

অন্যদিকে মাসুমের বাবাকে কেউ মারধর করেনি। বরঞ্চ ওনি নিজেই বিষপান করেছেন আমাদের ফাঁসানোর জন্য।

এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।