দুমকী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থেকে র্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করে দুমকী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
দুমকী উপজেলা বিএনপির অফিস ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই মামলার প্রধান আসামি। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
মামলার সূত্রে জানা গেছে ২০২২ সালে সারাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুমকীতে বিএনপি'র বিক্ষোভ কর্মসূচি চলাকালে উপজেলা বিএনপি কার্যালয় ভাংচুরসহ বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে ২০২৪ সালের ৭ নভেম্বর তারিখে উপজেলার মুরাদিয়ার বাসিন্দা মো. মোর্তুজা বিল্লাহ বাদী হয়ে দুমকী থানায় একটি মামলা দায়ের করেন।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে 'আলোকিত বাংলাদেশ'কে জানান, গ্রেপ্তার আসামিকে বুধবার সকালে পটুয়াখালী আদালতে সোপর্দ করা হয়েছে।