বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের সলংগা থানার হাটিকুমরুল নামকস্থানে যাত্রীবাহী বাসচাপায় মটোর সাইকেল আরোহী ইউপি সদস্য জাহেদুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন।
তিনি একই এলাকার চড়িয়া কান্দাপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে এবং হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য ছিলেন। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বুধবার দুপুর ২ টার দিকে ইউনিয়ন পরিষদ থেকে ওই ইউপি মেম্বার মটোর সাইকেলযোগে বাড়ি ফিরছিল। এ সময় উল্লিখিত স্থানে পৌঁছলে রংপুরগামী যাত্রীবাহী একটি বাসচাপায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় আনে এবং কোন অভিযোগ না থাকায় তার লাশ বিকেলে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।