ঢাকা শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

দিনাজপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা

দিনাজপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা

দিনাজপুরে "নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আমাদের ভূমিকা" শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে দিনাজপুর কোতোয়ালি থানার হলরুমে পল্লীশ্রী সংগঠনের ‘প্রোমোটিং অপরচুনিটি ফর উইমেন এমপাওয়ারমেন্ট’ প্রকল্পের উদ্যোগে এবং দাতা সংস্থা ‘ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড’-এর সহযোগিতায় এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিউর রহমান। তিনি বলেন, “নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশের যেমন দায়িত্ব আছে, তেমনি সমাজের প্রতিটি মানুষেরও ভূমিকা রয়েছে। অনেক সময় নির্যাতনের সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় কিংবা অভিযোগকারীরা নিজেরাই মীমাংসায় গিয়ে অপরাধীর বিচার কার্যক্রম বন্ধ করে দেয়, এতে অপরাধীরা পার পেয়ে যায় এবং পরবর্তীতে আবারও একই অপরাধ ঘটায়।"

তিনি আরও বলেন, “পল্লীশ্রী যদি কোনো ধরনের সহযোগিতা চায়, তাহলে পুলিশ বিভাগ সব সময় পাশে থাকবে। আপনারা সহযোগিতা চাইলে আমরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেব ইনশাআল্লাহ।”

সভায় আরও বক্তব্য রাখেন কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান, বালুবাড়ী ফাঁড়ির ইনচার্জ মোঃ বাবর আলী, কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশনস) আব্দুল হাই, পল্লীশ্রী'র প্রোগ্রাম অফিসার শাহাজাদী শিরিন, প্রোগ্রাম ফ্যাসিলিটেটর কৃষ্ণা দাস, ৯নং আস্করপুর সিবিও প্রধান রেহানা, ১নং চেহেলগাজী ইউনিয়নের মাঝাডাঙ্গা সিবিও প্রধান সবুরা, সিবিও উপদেষ্টা মোঃ নাজিম উদ্দিন এবং ৬নং আউলিয়াপুর ইউনিয়নের সিবিও সদস্য বেলী।

এসময় সভায় কোতোয়ালি থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময়,সভা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত