মাগুরার শ্রীপুর উপজেলায় জিসিএম-এর ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ওয়েস্টার্ন ইকনোমিক করিডোর এন্ড রিজিওনাল এন্হ্যান্সমেন্ট প্রোগ্রাম (উইকেয়ার)- ফেইজ-১ প্রকল্পের আওতায় লাঙ্গলবঁধ ও খামারপাড়া জিসিএম-এর ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের এ ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়।
চেক প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনম ওয়াহিদুজ্জামান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের সোশ্যাল ডেভলপমেন্ট স্পেশালিস্ট ড. এআরএম মমতাজ উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, খামারপাড়া বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি কৃষ্ণ চন্দ্র কুন্ডু-সহ অন্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী প্রজেনজিৎ চক্রবর্তী।
আলোচনা সভা শেষে লাঙ্গলবাঁধ ও খামারপাড়া বাজারের ৫৩ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে ২৩ লাখ ৫৬ হাজার ৩৬২ টাকার চেক প্রদান করা হয়।