সিরাজগঞ্জে সেচ পাম্পে গোসলকে কেন্দ্র করে ২ কিশোরের মধ্যে সংঘর্ষে স্কুল ছাত্র আশিক (১৫) নিহতের মামলায় প্রধান আসামি রিফাত (১৪) স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ করেছে।
পুলিশ ওই কিশোরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সদর থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর ওয়াপদা বাঁধ মহল্লার দুলাল হোসেনের ছেলে স্কুল ছাত্র আশিক শুক্রবার বিকেলে একই এলাকার আল-আমিনের সেচ পাম্পে গোসল করতে যায়। এ সময় আল-আমিনের ছেলে রিফাত গোসলে তাকে নিষেধ করে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এতে লাঠির আঘাতে আশিক ঘটনাস্থলেই নিহত হয়।
এ ব্যাপারে নিহতের বাবা বাদি হয়ে ৫জনকে আসামি করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ মামলার ৭২ ঘণ্টার মধ্যে স্বেচ্ছায় থানায় হাজির হয়ে ওই কিশোর আত্মসমর্পণ করে এবং নিজের দোষ স্বীকার করেছে। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ওই কিশোরকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে উল্লেখ করেন ওসি।