ঢাকা রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

শ্রীপুরে ২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

শ্রীপুরে ২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মাগুরার শ্রীপুর উপজেলায় ২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাখী ব্যানার্জী।

বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন এবং উপজেলা পাট কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি পাট মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নের এক হাজার ৫৩০ জন কৃষকের মাঝে এক কেজি করে পাট বীজ ও ১০ কেজি করে সার বিতরণ করা হয়। পাশাপাশি ৪৭০ জন কৃষককে দেওয়া হয় ৫ কেজি করে আউশ ধানের বীজ এবং ২৫ কেজি করে সার।

বিনামূল্যে,বীজ,সার বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত