ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সাবেক এমপি ওদুদ ও তার স্ত্রীর নামে দুদকের মামলা

সাবেক এমপি ওদুদ ও তার স্ত্রীর নামে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ ও তার স্ত্রী মর্জিনা ওদুদের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় ২ কোটি টাকার অবৈধ সম্পদ ও প্রায় ১৮০ কোটি টাকার বেশি সন্দেহভাজন লেনদেনের অভিযোগে তাদের নামে মামলা দুটি করে সংস্থাটি। বুধবার (৯ এপ্রিল) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

দুদক সূত্রে জানা গেছে, প্রথম মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৩৫ লাখ ৮১ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া নিজ নামে ৩৩টি ব্যাংক অ্যাকাউন্টে মোট ১৭২ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে মামলায়।

দ্বিতীয় মামলায় স্ত্রী মর্জিনা ওদুদ ও তার স্বামী আব্দুল ওদুদকে আসামি করা হয়। এ মামলায় ক্ষমতার অপব্যবহার করে স্বামীর প্রভাব ও আর্থিক সহায়তায় ৪২ লাখ ১৬ হাজার টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ আনা হয়। এছাড়া তার নিজ নামে ৭টি ব্যাংক অ্যাকাউন্টে মোট ৭ কোটি ৫৪ লাখ ৮১ হাজার টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে মামলায়।

আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলা,দুদক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত