কক্সবাজার অফিস
কক্সবাজারের উখিয়ায় মরিচ্যা হলদিয়া পালং আদর্শ বিদ্যানিকেতন নামে এক বিদ্যালয়ে অ্যাডমিট কার্ড না আসায় ১৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিতে না পেরে সড়ক অবরোধ করেছে। একই সাথে বিদ্যালয় ঘেরাও করেছেন এই পরীক্ষার্থীরা। এসময় তারা কান্নায় ভেঙে পড়েন। ক্ষোভে সড়ক অবরোধ ছাড়াও বিদ্যালয়ের গেটে তালা দিয়ে তারা বিক্ষোভ মিছিলও করেন। বিক্ষোভের মুখে বিদ্যালয় বন্ধ করে পালিয়ে গেছেন শিক্ষকরা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টার থেকে ১১ পর্যন্ত এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।
তিনি বলেন, উখিয়া মরিচ্যা হলদিয়া পালং আদর্শ বিদ্যানিকেতন নামে একটি প্রতিষ্ঠানের ১৩জন শিক্ষার্থী পরীক্ষা দিতে পারছে না এমন অভিযোগ পেয়েছি। বিদ্যালয়টির কর্তৃপক্ষ আমার সাথে যোগাযোগ করেন পরীক্ষা শুরুর ৩০মিনিট আগে। পরে আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে জানতে পারি যে তারা বোর্ডে ফরমও পূরণ করেনি। মূলত ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব প্রতিষ্ঠানের কারণে শিক্ষার্থীদের জীবন নষ্ট হচ্ছে। শিক্ষার্থীদের অভিভাবকরা আমাদের লিখিত অভিযোগ দিলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব।
পরিক্ষায় অংশগ্রহণ করতে না পারা শিক্ষার্থীর অভিভাবক নুর আলম বলেন, 'আমার মেয়ের ফরম পূরণের টাকাও দিয়েছি। সকালে অ্যাডমিট দেওয়ার কথা। এখানে এসে দেখি বিদ্যালয় তালাবদ্ধ। প্রধান শিক্ষকসহ সবাই পলাতক রয়েছে।