পটুয়াখালী বাউফলে হাট ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন।
বুধবার (৯ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর হাট ইজারা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুরুতর আহত আব্দুল কুদ্দুস বয়াতি (৬০), মামুন বয়াতি (৪৮), রেজাউল বয়াতি (৫২)-কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং জুলহাস (২৮) চৌকিদারসহ অপরপক্ষের নুর মোহাম্মদ আকন (৪৫) ও দিপু আকনকে (৪০) বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বাংলা ১৪৩১ সালের মমিনপুর হাট ইজারা পান একই এলাকার রুবেল সরদার। আব্দুল কুদ্দুস গংরাও এ হাটে ইজারায় অংশ নেন। তারা লোয়েস্ট (নিম্ন দর) হন।
ঘটনার দিন রুবেল সরদার গংরা ওই হাটের হাসিল আদায় করতে গেলে প্রতিপক্ষ আব্দুল কুদ্দুস গংদের সাথে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ইজারাদার রুবেল গংরা রাত ৮টার দিকে ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে উপর পক্ষের মোট ৬ জন আহত হন। উভয় পক্ষই বিএনপির কর্মী-সমর্থক।
বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, হাট ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা শুনেছি। তবে এখনও কোন পক্ষ থানায় অভিযোগ করেনি।