ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

মসজিদে চুরির চেষ্টা, জনতার হাতে আটক চোর

মসজিদে চুরির চেষ্টা, জনতার হাতে আটক চোর

পাবনার ঈশ্বরদীতে মসজিদের তালা ভেঙে গভীর রাতে চুরির চেষ্টাকালে হাতেনাতে এক চোরকে আটক করেছে স্থানীয় জনতা।

বুধবার দিবাগত রাত ২টায় পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল হাজিপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আটক চোর পাকশীর হঠাৎ পাড়ার আব্দুল হাকিমের পুত্র টোকন। আটকের পর তাকে পুলিশে দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, গভীর রাতে লোহার রড দিয়ে মসজিদের তালার হ্যাজবোল্ডের বেশিরভাগ অংশই ভেঙে ফেলে চোর। এ সময় পার্শ্ববর্তী বাড়ির লোকজন শব্দে জেগে ওঠে এবং কয়েকজন জড়ো হয়ে চোরকে ধরতে গেলে সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা চোরকে ধাওয়া দিয়ে আটক করে মসজিদের পাশের গাছের সঙ্গে বেঁধে রাখে।

পরে পুলিশে খবর দিলে পাকশী ফাঁড়ির সদস্যরা এসে তাকে থানায় নিয়ে যায়।

মসজিদে চুরি,আটক,চোর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত