বিগত স্বৈরাচার সরকারের সময়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত ও ফাঁসি কার্যকর হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া একজন সাক্ষীকে রামুতে আটক করেছে জনতা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিম পাড়ায় অবস্থিত আবদুল গনি মাঝির বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে জানা যায়।
আটককৃত ব্যক্তি মুক্তিযোদ্ধা নুরুল আবছার (৭৬)। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দনপুরা গ্রামের মৃত কাজী মো. জাবেদের পুত্র।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নুরুল আবছার ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন। খবর পেয়ে কাউয়ারখোপ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাব্বির হোসেন বাদশাহর নেতৃত্বে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক ও জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক হানিফ জিহাদির সহযোগিতায় স্থানীয় জনতা ওই বাড়ি ঘেরাও করে রাখে। পরে রামু থানা পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এসময় কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমন কান্তি চৌধুরী জানান, আটক নুরুল আবছার বর্তমানে রামু থানায় রয়েছেন। রাঙ্গুনিয়া থানায় তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কিনা, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়ে বিতর্কিত হন নুরুল আবছার। তাকে আটকের ঘটনাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।