ঢাকা রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে মৎস্য ব্যবসায়ী অপহরণ মামলায় গ্রেপ্তার ২

সিরাজগঞ্জে মৎস্য ব্যবসায়ী অপহরণ মামলায় গ্রেপ্তার ২

সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় মৎস্য ব্যবসায়ী মোন্নফা সরকার অপহরণ মামলায় প্রধান আসামিসহ আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—শ্রীরামের পাড়া গ্রামের এরশাদুল ইসলাম (৩৫) ও আবু সুফিয়ান (২৫)। এ নিয়ে মামলায় গ্রেফতার হওয়া আসামির সংখ্যা দাঁড়াল ৫ জনে।

মামলার তদন্তকারী কর্মকর্তা, ইন্সপেক্টর (তদন্ত) মনোজিৎ কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় চার মাস আগে প্রতিপক্ষের লোকজন একটি মাইক্রোবাসে করে মৎস্য ব্যবসায়ী মোন্নফা সরকারকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় অপহৃতের ভাই মাহবুবুল আলম বাদী হয়ে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশের বিশেষ প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এর আগে তিনজনকে গ্রেফতার করা হয় এবং অপহৃত মোন্নফাকে উদ্ধার করা সম্ভব হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ঢাকার আশুলিয়ার নিরিবিলি এলাকা থেকে র‍্যাব-৪ এর সহায়তায় মামলার প্রধান আসামি এরশাদুল ইসলামসহ আরও একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তদন্ত কর্মকর্তা।

আসামি,অপহরণ,মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত