ঢাকা শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

পাবিপ্রবি’র নবনির্মিত ১০ ভবন থেকে আনসার সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার

পাবিপ্রবি’র নবনির্মিত ১০ ভবন থেকে আনসার সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নবনির্মিত ১০ তলা একটি ভবন (ছাত্র হল) থেকে আরজু মওলা (৩০) নামের এক আনসার সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার রাত ১১টার দিকে আনসার ও ভিডিপির পাবনা জেলা কমান্ড্যান্ট ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, রাত সাড়ে ৭ টার দিকে পাবনা থানা পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশ এটিকে আত্মহত্যার ঘটনা বললেও পাবিপ্রবি’র একাধিক সূত্র ও নিহতের স্বজনরা বলছেন ঘটনাটি রহস্যজনক। নিহত আরজু মওলা জয়পুরহাট সদর উপজেলার রাংতা গোয়াবাড়ি ঘাট গ্রামের নাসির উদ্দীনের ছেলে।

পাবিপ্রবি সূত্রে জানা গেছে, ওই ১০ তলা ভবনের নির্মাণ কাজ শেষ হলেও ভবনটি এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়নি। বুধবার বিকালে নির্মাণকাজে সংশ্লিষ্টদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একটি টিম ভবনটি হ্যামার টেস্টসহ প্রযুক্তিগত পরীক্ষা করতে গেলে তারা ঐ ভবন থেকে তীব্র দুর্গন্ধ পান এবং বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান।

সন্ধ্যায় বিষয়টি পাবনা সদর থানা ও জেলা পুলিশকে অবহিত করা হয়। রাতে সদর থানা পুলিশ, ডিবি, সিআইডি, ডিএসবি এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে ভবনের ১০ তলার একটি কক্ষের মেঝেতে অর্ধগলিত একটি লাশ পড়ে থাকতে দেখা যায়। লাশের পাশে থাকা একটি বন্ধ মোবাইল উদ্ধারের পর সেটি চার্জ দিয়ে সচল করে পরীক্ষার পর জানা যায় ফোনটি আনসার সদস্য আরজু মওলার।

বুধবার রাত ১১টার দিকে আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. ফজলে রাব্বির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আরজু মওলা অঙ্গীভূত আনসার সদস্য। ৩ বছরের জন্য তাকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বলেন, ৭ মার্চ ডিউটির কথা বলে বিশ্ববিদ্যালয়ের আনসার ক্যাম্প থেকে বের হন মওলা। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার গ্রামের বাড়িতে যোগাযোগ করা হলে তারাও জানান, মওলা বাড়িতে যাননি। পরে গত ২ এপ্রিল পাবনা সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা লুৎফর রহমান পাবনা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

পাবনা থানার ওসি আব্দুস সালাম বলেন, লাশের গলায় রশি পেঁচানো ছিল। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ঘটনাটি সম্ভবত ঈদের আগেই ঘটেছে। এজন্য লাশটি পঁচে গেছে। ময়না তদন্তের পর মৃত্যুর রহস্য উদ্‌ঘাটন সহজ হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, বিষয়টি রহস্যজনক। পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য নিয়ে গেছে। এদিকে আনসার ও বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, আনসার মওলা কয়েকজনের কাছ থেকে প্রায় এক লক্ষ টাকা ধার নেন। এই টাকার জন্য পাওয়ানাদাররা প্রায়ই তার কাছে আসতেন। এ অবস্থার মধ্যে তার নিখোঁজ হওয়া এবং মৃত্যু রহস্যজনক।

পাবিপ্রবি,আনসার সদস্য,লাশ উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত