সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কুটিরচর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২।
গ্রেফতারকৃতরা হলেন—রংপুরের পীরগঞ্জ উপজেলার বগের বাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে সোহাগ মিয়া (২৮) এবং কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামের মাহমুদুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)।
র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় কুটিরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৯৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত ছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।