মুন্সীগঞ্জের গজারিয়ায় লুঙ্গি গামছা পরে ছদ্মবেশ ধারণ করে ৫৫ পিস ইয়াবাসহ মাজেদা বেগম (৩৯) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালে মামলা দায়েরর পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে, গেল বুধবার রাত সাড়ে ৯টার দিকে ভবেরচর গ্রামের তার বসত বাড়ির সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাজেদা বেগম উপজেলার ভবেরচর ইউনিয়নের ভবেরচর গ্রামের একাধিক মামলার আসামী রাসেল সরকারের স্ত্রী।
গজারিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে লুঙ্গি ও গামছা পড়ে ছদ্মবেশ ধারণ করে ভবেরচর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৫৫ পিস ইয়াবা ও দুই পিস ইয়াবা বিক্রির ৬'শ টাকা সহ তাঁকে আটক করা হয়।
এ ব্যাপারে গজারিয়া থানায় একটি মামলা দায়ের করে বৃহস্পতিবার তাকে জেল হাজতে প্রেরণ করেছেন বলে জানান তিনি।