ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

মাগুরায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

মাগুরায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

মাগুরার শ্রীপুর উপজেলার বাগবাড়িয়া-চরজোকা গ্রামে শান্তি প্রতিষ্ঠায় সংবাদ সম্মেলন করেছে এক বিএনপি নেতা।

বৃহস্পতিবার সকালে গয়েশপুর ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম সাচ্চু শ্রীপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে এ সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে সাচ্চু বলেন, আমি দীর্ঘদিন যাবত বিএনপির রাজনীতির সাথে জড়িত। বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আমার সক্রিয় অংশগ্রহণ ছিল। বিভিন্ন সময় জেলও খেটেছি। আমার গ্রামের দুইজন ইউনিয়ন কৃষক লীগ নেতা আব্দুল মালেক শেখ ও শিমুল জোয়ার্দার গ্রামকে অতিষ্ঠ করে তুলছে। গ্রামে অশান্তি সৃষ্টি করছে।

এছাড়া আমাকে জড়িয়ে যে অপবাদ দেওয়া হচ্ছে, আমি নাকি মারামারি-হানাহানি করছি। আমি গ্রামে কোন মারামারি-হানাহানি চাই না। গ্রামে শান্তিতে বসবাস করতে চাই। মালেকের নেতৃত্বে আমার পরিবারের উপর অতর্কিত হামলা হয়, যার পরিপ্রেক্ষিতে গ্রামে মারামারি হয়। আমি জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খানসহ শ্রীপুর উপজেলা বিএনপির নেতাদের কাছে আমার গ্রামে শান্তিপূর্ণভাবে বসবাসের সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

সম্মেলন,সংবাদ,বিএনপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত