দিনাজপুর শহরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনে অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ ফাইলপত্র পুড়ে গেছে।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ভবনের চতুর্থ তলার রেস্ট হাউসে আটকা পড়েন দুই সরকারি কর্মকর্তা। তাঁদের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যুগ্ম পরিচালক রবিউল ইসলাম আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অন্যজন এলজিইডির জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী মুন্নাফ হোসেন, যিনি সুস্থ অবস্থায় উদ্ধার হন।
দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা ওবায়দুল ইসলাম জানান, ভোর ৫টার কিছু পর আগুন লাগার খবর পেয়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের দ্বিতীয় তলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে দ্বিতীয় ও তৃতীয় তলার বেশ কিছু অফিস কক্ষ ক্ষতিগ্রস্ত হয় এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।
এলজিইডির দিনাজপুর জেলার নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান বলেন, “দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ফলে অফিসের কিছু গুরুত্বপূর্ণ ফাইল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছি।” তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।