নোয়াখালীর জেলা শহর মাইজদীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে এক মানববন্ধনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা দায়েরকারী আওয়ামী লীগ নেতা ওমর ফারুকের বড় ভাই এবং সুবর্ণচর উপজেলা বিএনপির উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল্যাহ মিয়ার বিরুদ্ধে নানা অনিয়ম, দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে দলীয় একাংশ মানববন্ধন আয়োজন করে। এসময় আবদুল্যাহ মিয়ার অনুসারী যুবদল নেতা আবুল খায়ের আকাশ মানববন্ধনে বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে আহতরা হলেন—সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল উদ্দিন (৫৫), স্থানীয় যুবদল কর্মী রাকিব জিয়া (২৭), স্বেচ্ছাসেবক দল নেতা সুজন মিয়া (২৬), যুবদল নেতা মো. শরীফ (৩৫) ও সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল খায়ের আকাশ (৩৮)।
আহতদের মধ্যে তিনজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।
সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল খায়ের আকাশ জানান, মানববন্ধনকারীরা পরিকল্পিতভাবে নিজেদের মানববন্ধনে বিশৃঙ্খলা তৈরী করে আমাদেরকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার ষড়যন্ত্র করছে।
সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল্যাহ মিয়া অভিযোগের বিষয়ে জানান, স্থানীয় জনবিছিন্ন কিছু লোক আমাকে রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি দলের নাম ব্যবহার করে জমি দখলতো দুরের কথা, কারো সঙ্গে কখনো খারাপ আচরণও করিনি।
সুধারাম মডেল থানার কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।