ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

কক্সবাজার

অস্ত্র উদ্ধারে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

অস্ত্র উদ্ধারে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

অপরাধ নির্মূলে যথেষ্ট ভূমিকায় রাখায় অভিন্ন মানদণ্ডের আলোকে কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন টেকনাফ মডেল থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন। জেলার শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী ও ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন টেকনাফ মডেল থানার উপ পুলিশ পরিদর্শক (নিঃ) খোকন কান্তি রুদ্র।

বৃহস্পতিবার কক্সবাজার পুলিশ লাইন্স এ মাসিক কল্যাণ সভায় তাদেরকে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করা হয়।

কক্সবাজার জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফউদ্দীন শাহীনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মো. শাকিল আহমেদ, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মো. জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, (ট্রাফিক) সহ জেলা পুলিশের অন্যান্য সহকর্মীগণ।

শ্রেষ্ঠত্ব অর্জনকারী টেকনাফ মডেল থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র সৃষ্টি কর্তার দরবারে শোকরিয়া আদায় করে বলেন, পুরস্কারপ্রাপ্তীর পর এক মাসের কষ্ট ভুলে গেয়েছি। তিনি কক্সবাজারের পুলিশ সুপার-সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

অস্ত্র উদ্ধার,ওয়ারেন্ট তামিল,জেলার শ্রেষ্ঠ,কক্সবাজার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত