ঢাকা সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, অভিযুক্তের বাড়িতে আগুন

কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, অভিযুক্তের বাড়িতে আগুন

নরসিংদীতে কিশোরী ধর্ষণ মামলার আসামি নারায়ণ চন্দ্র পালকে গ্রেপ্তার করেছে র‌্যাব- ১১।

শুক্রবার (১১ এপ্রিল) সকালে নরসিংদী শহরের র‌্যাবের ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১১ কমান্ডার মেজর সাদমান ইবনে আলম। এর আগে বৃহস্পতিবার রাতে কুমিল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নারায়ণ চন্দ্র পাল (৫০) শিবপুর থানার কুন্দারপাড়া এলাকার কুমার বাড়ির মৃত সুভাষ চন্দ্র পালের ছেলে।

র‌্যাব-১১ জানায়, শিবপুরের কুন্দারপাড়া এলাকায় কিশোরীকে ধর্ষণের পর থেকে আসামি নারায়ণ চন্দ্র পাল পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা চালিয়ে আসছিল। বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কুমিল্লা জেলার বুড়িচং থানার কংশনগর পশ্চিম বাজার এলাকার স্বজনের বাড়ি থেকে নারায়ণ চন্দ্র পালকে গ্রেপ্তার করা হয়। তাকে শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হচ্ছে।

এদিকে নরসিংদীর শিবপুরে এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে, অভিযুক্ত নারায়ণ পালের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে অভিযুক্ত নারায়ণ পালকে কুমিল্লা থেকে আটক করে র‌্যাব-১১, আটকের খবর পাওয়ার পর এদিকে অভিযুক্ত ধর্ষকের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী।

এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, যে ঘরটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে সেটি নারায়ণ এর ভাই নেপালের ঘর, যারা আগুন দিয়েছে তারা বুঝতে পারে নাই কোনটি নারায়ণের ঘর আর কোনটি তার ভাইয়ের ঘর। আগুন দেওয়ার পর নারায়ণের ভাই নেপালের ঘর পুরোটাই পুরে গিয়েছে তবে নারায়ণের ঘরেও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে শিবপুরের কুন্দারপাড়া গ্রামে মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ওই কিশোরী বাড়ির পাশে গাছ থেকে আম পাড়তে যায়। এসময় একই এলাকার নারায়ণ চন্দ্র পাল (৫০) ওই কিশোরীর মুখ চেপে ধরে পাশের ধান ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এসময় কিশোরীর চাচি ঘটনা দেখে ফেললে নারায়ণ চন্দ্র পাল দৌড়ে পালিয়ে যায়। পরে কিশোরীর স্বজন ও স্থানীয়রা নারায়ণ পালের বাড়িঘর ভাঙচুর করেন। এঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা থানায় মামলা করেন।

মামলার আসামী গ্রেপ্তার, অভিযুক্তের বাড়িতে আগুন,কিশোরী ধর্ষণ,গ্রেপ্তার,বাড়িতে আগুন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত