দখলদার ইসরায়েলের সাম্প্রতিক হামলায় গাজা উপত্যকায় হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ধর্মপ্রাণ মুসল্লীরা।
শুক্রবার (১১ এপ্রিল) জুম্মার নামাজের পর মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমীর সামনে এ কর্মসূচি পালন করা হয়।
পরে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুপার মার্কেট চত্বর হয়ে পুনরায় শিল্পকলা একাডেমীর সামনে এসে দোয়ার মধ্য দিয়ে শেষ হয়।
বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসল্লীরা অংশগ্রহণ করেন। তারা ইসরাইলের বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদ জানিয়ে সকল ধরনের ইসরাইলি পণ্য বয়কট করে দেশীয় পণ্যের ব্যবহারে সকলকে আহ্বান জানান।